শতবর্ষের প্রাচীন অলঙ্কার প্রদর্শনী করবে বাজুস


স্টাফ রিপোর্টার , : 04-01-2024

শতবর্ষের প্রাচীন অলঙ্কার প্রদর্শনী করবে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এ আয়োজনে  দেশীয় কারিগরদের তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলঙ্কার প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রদর্শনীতে দেশি জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিক রূপ  ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। দেশীয় অলঙ্কার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে। তাদের সংগ্রহে শত বছরের পুরনো অলঙ্কার রয়েছে, তাদের প্রদর্শনীতে প্রদর্শনের জন্য ২০ জানুয়ারির মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কর্মকর্তা জান্নাত ফারজানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তার মোবাইলফোন নম্বর: ০১৩১৪৫৫৯৭৭৩ অথবা ০২৫৮১৫১০১২। 

ঢাকা বিজনেস/তারেক



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]