এশিয়া কাপজয়ী বাংলাদেশের যুবারা পুরস্কার পেলেন কত টাকা


ডেস্ক রিপোর্ট , : 03-01-2024

এশিয়া কাপজয়ী বাংলাদেশের যুবারা পুরস্কার পেলেন কত টাকা

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর কয়েকদিন আগেই দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পেয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমবারের মতো জিতে ফিরেছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপ উঁচিয়ে ধরে মাহফুজুর রহমান রাব্বির দল। এই সাফল্যের পর কাপজয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (০৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) কার্যালয়ে এসে পুরস্কারের অর্থ গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

এদিন প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা ও সাপোর্ট স্টাফের সদস্যদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও অনায়াসে হারিয়ে দেয় টাইগার যুবারা। সেমিফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপাজয়ী ভারতকেও পাত্তা দেয়নি টাইগার যুবারা। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই পরীক্ষায় কোনো চ্যালেঞ্জ ছাড়াই উৎরে যায় টাইগাররা।

এদিকে, মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে আগামী ১৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এই ১৫ জনের বাইরেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দল

আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী ও মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই

নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।

ঢাকা বিজনেস/তারেক/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com