বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কর্মশালা


স্টাফ রিপোর্টার , : 03-01-2024

বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ‘কেপিটাল মার্কেট সেনট্রিক অ্যাকাডেমিক লিটেরাসি অ্যাওয়ারন্যাস প্রোগ্রাম ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট এনটাইটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিএসই ট্রেনিং অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে উপস্থতি ছিলেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন। 

এই কর্মকর্তা আরও বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা সরকারের বিদ্যুৎ খাতের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে এই ধরনের আরও প্রোগ্রাম আয়োজন করা হবে বলে আমরা আশা রাখি। পুঁজিবাজারে বর্তমানে বিদ্যুৎ খাতের মাত্র কয়েকটি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আমরা অন্যান্য কোম্পানিগুলো তালিকাভুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করছি।’

প্রশিক্ষণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র ট্রেনিং অ্যাকাডেমি’র প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও মৌলিক বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ঢাকা বিজনেস/তারেক/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com