ভেজাল গুড়ের কারখানাকে লাখ টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা , : 19-01-2023

ভেজাল গুড়ের কারখানাকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড়ের কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী জেলা শহরের উত্তর পৈরতলায় অভিযানকালে  এই জরিমানা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘কারখানা গিয়ে দেখি, চিনি পুড়িয়ে খাওয়ার উপযোগী নয় এমন রঙ ও সেকারিন মিশিয়ে করে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। তারা পচা মেয়াদোত্তীর্ণ গুড়ে এসব উপাদান ব্যবহার করে খেজুরের গুড় তৈরি করছিল। সেখান থেকে ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা) ও  রঙ, হাইড্রোজ ও সেকারিন জব্দ করা হয়েছে। ওই কারখানায় আরও ৩৫ বস্তা চিনি পাওয়া যায়৷ কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া যায়নি। কারখানাকে একলাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফারহান ইসলাম আরও বলেন, ‘কারখানা থেকে ভেজাল গুড় তৈরি করে শহরের আনন্দ বাজারে তাদের নিজস্ব দোকানে বিক্রয় করে আসছিলেন তারা। শীতমৌসুমে খেজুর গুড়ের চাহিদা বেশি থাকায় তারা এই অসাধু উপায়ে ভেজাল গুড় তৈরি করে বিক্রি করে আসছিলেন।’

ঢাকা বিজনেস/আজহার/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com