ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন


ঢাকা বিজনেস ডেস্ক , : 30-12-2023

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি নির্বাচিত হন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সময় টিভির সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া। কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ইভিনিং নিউজের সম্পাদক এবিএম সেলিম আহমেদ, আমার বার্তার সিকদার আবদুস সালাম, বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি জিএম মাসুদ ঢালী। 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার জাহিদ হাসান ও ইভিনিং নিউজের চিফ রিপোর্টার আবু বকর। কোষাধ্যক্ষ ভিনিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির শামীম আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, দফতর সম্পাদক বিজয় টিভির রিপোর্টার আবুল খায়ের খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালের কণ্ঠের মঞ্জুরুল করিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ভোরের কাগজের রিপোর্টার রুমানা জামান, জনকল্যাণ সম্পাদক সময় টিভির গোলাম রাব্বী নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন সৈয়দ আফজাল হোসেন (দৈনিক বাংলা), মামুন ফরাজী (যুগান্তর), সরোয়ার কবির (এবি নিউজ), মোশাররফ হোসেন বাবলু (মানবকণ্ঠ), প্রসূণ আশীষ (সময় টিভি), শামীমা ইয়াসমিন (বাসস), মোসাদ্দেক আল মাহমুদ (বাংলাদেশ বেতার), মাহবুবুর রহমান (ইভিনিং নিউজ), ইসরাফিল হাওলাদার (আমাদের অর্থনীতি)।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com