সৌদিতে মেসি-রোনালদো মুখোমুখি, দেখবেন যেভাবে


ক্রীড়া ডেস্ক , : 19-01-2023

সৌদিতে মেসি-রোনালদো মুখোমুখি, দেখবেন যেভাবে

সৌদি আরবে আজ (১৯ জানুয়ারি) মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। তারা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ও রিয়াদ বেস্ট একাদশের হয়ে খেলবেন। 

প্রায় দুই বছরের অপেক্ষা পূরণ হতে যাচ্ছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তদের আজ। সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে এই দুই ফুটবল মহাতারকা একে অপরের বিপক্ষে খেলেছিলেন। এরপর আর ফুটবল মাঠে মুখোমুখি লড়াইয়ে নামেননি এই দুই তারকা।

এদিকে, ক্লাব বদলে লিওনেল মেসি এখন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খেলছেন। অন্যদিকে রোনালদো আছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।


তবে দুইজনের ক্লাব মুখোমুখি হচ্ছে না প্রতিপক্ষ হিসেবে। মেসির পিএসজি সৌদিতে পাড়ি জমিয়েছেন রিয়াদ বেস্ট একাদশের বিপক্ষে খেলার জন্য। যেখানে রিয়াদ বেস্ট একাদশের নেতৃত্ব দেবেন রোনালদো। রিয়াদ বেস্ট একাদশটি তৈরি করা হয়েছে সৌদিয়ান ক্লাব আল নাসরে এবং আল হিলালের ফুটবলারদের নিয়ে।

বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন মেসি-রোনালদো। খেলাটি সরাসরি দেখা যাবে প্যারিস সেইন্ট জার্মেইর অফিসিয়াল টিভি চ্যানেলে। যেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে ম্যাচটি। কাতারিয়ান চ্যানেল বিইন স্পোর্টসেও (bein sports) লাইভ স্ট্রিমিং সম্প্রচার করবে।

এ ছাড়াও অনলাইনে অ্যাপ নামিয়ে ইয়াসিন টিভিতে (Yashin Tv) খেলাটি দেখা যাবে। সৌদির কিং ফাহাদ স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।  

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com