নওগাঁ-২ আসনে ভোট স্থগিত


ঢাকা বিজনেস ডেস্ক , : 29-12-2023

নওগাঁ-২ আসনে ভোট স্থগিত

প্রার্থিতা ফিরে পাওয়ার একদিন পরই নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ওই আসটির ভোট স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান।

 শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন নওগাঁ-২  আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী আসনটির নির্বাচন স্থগিত করলো ইসি। পরে এই আসনে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। 

প্রথমে ইসি মনোনয়নপত্র বাতিল করায় হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল। গত বৃহস্পতিবার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরদিনই তার মৃত্যু হলো।

আমিনুলের ছেলে আছিফুল হক তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার শুনানিতে অংশ নিতে ২৫ ডিসেম্বর ঢাকায় যান আমার বাবা। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৬ ডিসেম্বর রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন ভোরে মারা যান তিনি।

২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন আমিনুল। জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তিনি। এছাড়া ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]