টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু


টাঙ্গাইল সংবাদদাতা , : 28-12-2023

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইন পাহারায় দায়িত্বে থাকা রূপচান নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর এই তথ্য নিশ্চিত করেন। মৃত রূপচান (৫০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে। 

মৃতের সহকর্মীরা জানায়, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় বাড়িতে খবর নিলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা ১১ টার স্থানীয়রা আনসার সদস্যদের লাশ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশ কে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে

উপ-পরিদর্শক আলী আকবর বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com