কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত


কালিয়াকৈর সংবাদদাতা , : 27-12-2023

কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ সংসদ নির্বাচন কে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবং ভয়-ভীতি দূর করতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) করেছেন কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি'র সভাপতিত্বে কালিয়াকৈর সহকারী কমিশনার( ভূমি) অনিন্দ্য গুহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম, জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম।

 সভায় সাধারণ ভোটারদের মধ্য থেকে ভোট প্রদানে কোনো রকম সমস্যা, অসুবিধা মনে হয় কিনা এরকম প্রস্তাবনা আহ্বান করা হয় । পরে উপস্থিত সাধারণ ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এবারের সংসদ নির্বাচন সম্পূর্ণ বাধা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সুতরাং সকলকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী কে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন ভোট কেন্দ্রে যাওয়া বা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন রকমের কেউ ভয় ভীতি দেখালে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উৎসবমুখর ভোট অনুষ্ঠানে করনীয় যা কিছু সম্ভব পুলিশের পক্ষ থেকে সব করা হবে। সেই সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী, র‍্যাব, আনসার, বিজিবিসহ কয়েক স্তরের নিরাপত্তা। সুতরাং সকলকে ৭ই জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন,‘এবারে নির্বাচন একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুতরাং ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বলেন। প্রয়োজনে ভোটারদের নিরাপত্তা প্রদানে প্রশাসন সব রকম ব্যবস্থা করবে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]