আইএমএফ থেকে কোনো শর্তে ঋণ নিচ্ছে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-01-2023

আইএমএফ থেকে কোনো শর্তে ঋণ নিচ্ছে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

 আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কেবল তখনই কোনো ঋণ দেয়, যখন দেশটি ঋণ পরিশোধের যোগ্যতা অর্জন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা তো আইএমএফ থেকে তেমন কোনো শর্ত  দিয়ে ঋণ  নিচ্ছি না।’ বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একটি পয়েন্ট অব অর্ডারের ওপর ভিত্তি করে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ এখন আইএমএফ থেকে ঋণ পেতে কিছু শর্ত পূরণ করছে। ইতোমধ্যে বিদ্যুতের শুল্ক বাড়িয়েছে। ঋণের কারণে গ্যাসের শুল্ক বৃদ্ধি করবে। যা পণ্যের দাম এবং মূল্যস্ফীতির দিকে নিয়ে যাবে।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তো বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি দিচ্ছি। আমার প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশ গ্যাস আর বিদ্যুতে ভর্তুকি দেয়? কেউ দেয় না।’ 

ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাইলে যে মূল্যে কিনে আনবো, সেই মূল্য তাদের দিতে হবে। এখানে ভর্তুকি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছি। কিন্তু বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পর ইংল্যান্ড বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়িয়েছে। আমরা তো মাত্র ৫ শতাংশ বাড়ালাম আর বাল্কে কিছু গ্যাসের দাম বেড়েছে। এলএনজি আমরা যেটা ৬ ডলারে স্পট প্রাইসে কিনতাম, সেটা এখন ৬৮ ডলারে। কত ভর্তুকি দেবে সরকার? সরকার যে ভর্তুকি দেবে সেটা তো জনগণেরই টাকা। আর দ্রব্যমূল্য আজেকে সারা বিশ্বেই বৃদ্ধি পেয়েছে।’  সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com