টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত


ঢাকা বিজনেস ডেস্ক , : 25-12-2023

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গিতে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা-টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে ওঠার একটু আগে আবদুল্লাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা তথ্যটি নিশ্চিত করেন। 

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন টঙ্গী রেলব্রিজে ওঠার আগে লাইনচ্যুত হয়। এতে পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com