মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 23-12-2023

মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মেট্রোরেলের  কংক্রিট পাইল নিয়ে  মোংলাবন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-৯। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজে ৪৭৮ পিচ কংক্রিকের পাইল রয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মো. রফিকুল ইসলাম বলেন, `সন্ধ্যার থেকে জাহাজের পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে ওই মালামাল ঢাকায় পাঠানো হবে। এর আগে ১২  ডিসেম্বর ভিয়েতনাম থেকে মোংলাবন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। '

উল্লেখ্য, সরকারের ওই মেগা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলাবন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহণ করা হয়েছে।

ঢাকা বিজনেসে/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com