সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করুন: দলীয় নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা


ঢাকা বিজনেস ডেস্ক , : 21-12-2023

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করুন: দলীয় নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা

৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যেন কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে।’ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের তেঁজগাও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫ জেলায় নির্বাচনি জনসভায় দেওয়া এক ভার্চুয়াল ভাষণে তিনি এই  আহ্বান জানান। 

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি এই ৫ জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

 প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ও ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য। কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে বা নিচ্ছে না, তাতে কিছু যায় আসে না।’ তিনি বলেন, ভোট কারচুপির কোনো নিশ্চয়তা না থাকায় বিএনপি নির্বাচনে অংশ নেবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করি আর বিএনপির কাজটা কি? জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস, এটাই তারা ভালো বোঝে এটাই তারা করে।’ তিনি বলেন, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কেননা সন্ত্রাসী এবং জঙ্গিবাদি সংগঠন হচ্ছে বিএনপি।’

শেখ হাসিনা বলেন, ‘ভোট চুরির অপরাধে দুই দুবার এদেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল সেটা নিশ্চয়ই সকলের মনে আছে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। আর মার্চে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হন। ঠিক একইভাবে তারা আবার ভোট চুরি করার চেষ্টা করেছিল ২০০৬ সালে। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল। পারে নাই। কাজেই দু’ দুবার যারা ভোট চুরির অপরাধে ক্ষমতা থেকে বিতাড়িত তাদের মুখে এখন গণতন্ত্রের কথা শুনতে হয়,ভোটের কথাও  শুনতে হয় -এটাই হচ্ছে দুর্ভাগ্য।’ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com