ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


ঢাকা বিজনেস ডেস্ক , : 18-01-2023

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত,  স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৬ জন নিহত হয়েছেন।  বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন  ফার্স্ট ডেপুটি ও স্টেট সেক্রেটারি। এছাড়া দুই শিশুও রয়েছে। আরও ১০ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রতিবেদনে  আরও বলা হয়েছে, দেশটির পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো বলেছেন, ‘এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।’ তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কিসহ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাও রয়েছেন।’

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com