দীঘিনালায় টিসিবির পণ্য বিক্রি


খাগড়াছড়ি সংবাদদাতা , : 18-01-2023

দীঘিনালায় টিসিবির পণ্য বিক্রি

খাগড়াছড়ির দীঘিনালায় স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারীদের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি এলাকায় ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের ২ হাজার ২১৪ জন কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিবেশক মেসার্স রাজ্জাক স্টোর।

এসময় প্রত্যেক কার্ডধারীর মধ্যে ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৬০ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হয়। এর আগে গত রোববার থেকে মেরুং ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২ হাজার ১৫২ কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হয়। 

মধ্য বোয়ালখালী থেকে টিসিবির পণ্য কিনতে আসা জয়গুন আক্তার বলেন, ‘আমি একজন বিধবা৷ ছেলেদের আয়েই সংসার চলে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে আমাকে কষ্ট করতে হয়। সরকার কিছু দিন পর পর আমাদের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য দেওয়ায় আমার অনেক উপকার হয়।’

রশিক নগর থেকে টিসিবির পণ্য কিনতে আসা দিনমজুর মো. রবিউল ইসলাম বলেন, ‘সরকারের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চির কৃতজ্ঞ।’

মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন, ‘মেরুং ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকালে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার হিসেবে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান ও স্ব স্ব ওয়ার্ডের সদস্যরা উপস্থিত থেকে কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে পণ্য বিতরণ করেছে। জনগণকে নাগরিক সেবা দেওয়া ও সব প্রকার সহযোগিতা করাই আমাদের কাজ। আমাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

জলিল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]