তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-12-2023

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ট্রেনের যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

 রাকিবুল হাসান জানান, এদিন ভোররাতে নেত্রকোণা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন দেয় দুর্বৃত্তরা।

রাকিবুল হাসান বলেন, ‌ভোর ৫টা ৫ মিনিটে খবর পাই আমরা। পরে ২ ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

ঢাকা ‍ বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]