নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন নেইমার


ক্রীড়া ডেস্ক , : 18-12-2023

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন নেইমার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট হয়েছে ইনজুরির পেছনেই। বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে এই প্রতিভাবান ফুটবলার। পুরোপুরি ফিট হয়ে পুনরায় কবে মাঠে ফিরতে পারবেন নেইমার সেটিও এখনও চূড়ান্ত নয়। সোমবার (১৮ ডিসেম্বর) ইনজুরি নিয়ে নিজের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়াবহ অবস্থাও ফুটে উঠে সেই ভিডিওতে। নেইমার জানান, মাঠে ফেরার জন্য সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। 

শেয়ার করে সেই ভিডিওতে নেইমার লেখেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না। পতন ছাড়া ওঠার মধ্যে বীরত্ব নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’

নেইমারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। কঠিন পরিস্থিতির মধ্যে বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করছেন নেইমার। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com