টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স’র সভা


টাঙ্গাইল সংবাদদাতা , : 16-12-2023

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স’র সভা

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন্স অ্যান্ড ই-কমার্স’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে  শহরের একটি রেস্টুরেন্টে উই’র টাঙ্গাইল টিমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা। ওয়ার্কিং কমিটির পরিচালক ড. সালমা পারভীন, উই’র সাবেক টাঙ্গাইল জেলা প্রতিনিধি নহরে জান্নাত মিষ্টি, আফরিন সুলতানা শিল্পী প্রমুখ। এসময় টাঙ্গাইলের শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। যারা স্থানীয় পণ্য নিয়ে কাজ করে আমরা তাদের নিয়ে কাজ করি। অনেক নারীরা কাজ করতে চাই তারা সাহস পাচ্ছে না তাদের উৎসাহিত করছি। আজ টাঙ্গাইলে এসেছি নারী উদ্যোক্তাদোর সঙ্গে আলোচনা করতে। টাঙ্গাইলের নারীরা ভালো কাজ করে। সামনে দিকে কিভাবে আগানো যায় সে বিষয়ে আজ আলোচনা করতে এসেছি।’

উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, ‘আমি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের বলব উইতে সচল হতে। যারা সচল মেম্বার তারা ট্রেনিং করার সুযোগ পাবে। আশা করছি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নতুনভাবে পথচলা সহজ হবে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]