বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়


হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট , : 16-12-2023

বিজয় দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি  বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশে ( বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ)। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হিলি চেকপোস্টের শূন্য রেখায় এসব মিষ্টি বিনিময় করা হয়। 

বাংলাদেশ হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাজেশ দেওয়ার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। পরে বিএসএফ কমান্ডার রাজেশ দেওয়াও বিজিবি কমান্ডারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ও করেন। 

বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে আরও সুদূঢ করতে বিভিন্ন দিবসগুলোতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা একে অপরের সঙ্গে মিষ্টি বিনিময় করলাম। 

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]