মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন


ঢাকা বিজনেস রিপোর্ট , : 17-01-2023

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

এর আগে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।

প্রসঙ্গত, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com