ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট


নাজমুল হুসাইন (ইবি) , : 13-12-2023

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান (মুকুট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের চলে ভোট। , নির্বাচনে ৪৯৯ জন কর্মকর্তার মধ্যে ৪৮৮ জন কর্মকর্তা ভোট প্রদান করে ও ৭ টি ভোট বাতিল হয়।

দ্বি-বার্ষিক নির্বাচনের বিজয়ীরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন (স্বপন) ও বাবুল হোসেন (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খাঁন, কোষাধ্যক্ষ মো. হুসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা সম্পাদক সুলতানা পারভীন এবং সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান (টোকন) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে অশোক চন্দ্র বিশ্বাস, আনিচুর রহমান (আনিচ), ওলিউর রহমান (সেতু), মিরাজুল ইসলাম (মিরাজ), আব্রাহাম লিংকন ও জে. এম. ইলিয়াস নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com