হিলিতে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান


হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট , : 12-12-2023

হিলিতে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের হিলিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে হিলি বাজার, পানামা পোর্ট ও আমদানিকৃত বিভিন্ন গুড়ের আড়তে অভিযান চালিয়ে এই জরিমানা করেন দিনাজপুর জেলা ভোক্ত সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম। 

মমতাজ বেগম বলেন, ‘আমরা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করছি। অস্বাস্থ্যকর পরিবেশে গুড় রাখায় হিলি চারমাথায় আড়তের মালিক নিরঞ্জন বসাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com