জয়পুরহাটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে ভ্রাম্যমাণ আদালত


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-12-2023

জয়পুরহাটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে ভ্রাম্যমাণ আদালত

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে জয়পুরহাটের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) শহরেরে নতুনহাট  বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে ব্যবসায়ীরা ২০০ টাকা টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেন। এতে মুহূর্তে সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,‘পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।’

মিজানুর রহমান আরও বলেন, ‘কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে ও সঠিক মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]