ইবির আইন বিভাগে পিএইচডি সেমিনার


ইবি প্রতিনিধি , : 17-01-2023

ইবির আইন বিভাগে পিএইচডি সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে পিএইচডি সেমিনার হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিভাগের কনফারেন্স কক্ষে সেমিনারটি হয়।

আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহা। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়েদা সিদ্দিকা। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এতে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে পিএইচডি গবেষক আব্দুল আজিজ তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, গবেষক আব্দুল আজিজ মিয়া ‌‘ঢাকা শহরে নারীর বিরুদ্ধে সহিংসতার সূচনা এবং একটি সামাজিক আইন’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

নাজমুল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com