আটকা পড়া জাহাজ থেকে ৫৪ পর্যটক উদ্ধার


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 11-12-2023

আটকা পড়া জাহাজ থেকে ৫৪ পর্যটক উদ্ধার

সেন্টমার্টিনে যাওয়ার পথে মাঝসাগরের বালু চরে আটকা পড়া এমভি গ্রিন লাইন-২ থেকে ৫৪ পর্যটককে  দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (১০ ডিসেম্বর) পর্যটকদের উদ্ধার করে শাহ পরীরদ্বীপে নিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এখনও সেখানে আটকা রয়েছে জাহাজটি। বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পর্যটকদের উদ্ধার করে শাহ পরীরদ্বীপে আনা হয়েছে। তবে জাহাজটি আনতে জোয়ার পূর্ণ হওয়ার একটা বিষয় রয়েছে। পূর্ণ জোয়ার হলে জাহাজ উদ্ধার করা যাবে বলে মন্তব্য করেন তিনি।’

এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যাত্রা করেছিল জাহাজটি। যেটি শাহ পরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের নাইক্ষংদিয়া নামের এলাকার বালু চরে সাড়ে ১১টার দিকে আটকা পড়ে। 

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com