টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে নির্বার্হী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী এই জরিমানা করেন।
আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।’
ঢাকা বিজনেস/এমএ/