৪৬ বছরে দ্বিতীয় সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনে


আন্তর্জাতিক ডেস্ক , : 17-01-2023

৪৬ বছরে দ্বিতীয় সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনে

২০২২ সালে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। যা দেশটির আধুনিক ইতিহাসে সর্বনিম্ন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সরকারি তথ্যের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

চীনে গত ৪০ বছরে প্রবৃদ্ধির এ হার সর্বনিম্ন। মহামারি করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিক (এনবিএস) বলেছে, চীনা অর্থবছরের চতুর্থাংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। তৃতীয়ার্ধে ছিল ৩.৯ শতাংশ। 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় রপ্তানি আয় নিম্নমুখী হয়ে পড়ে। 

চীনে ১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ। তারপর ৪৬ পর ২০২২ সালে ৩ শতাংশ দেখা গেলো। এটি দেশটির জন্য দ্বিতীয় সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি।   

ঢাকা বিজনেস/এইচ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com