পুঁজিবাজারে একসপ্তাহ: বেড়েছে লেনদেন, বেড়েছে সূচকও


মোহাম্মদ তারেকুজ্জামান , : 09-12-2023

পুঁজিবাজারে একসপ্তাহ: বেড়েছে লেনদেন, বেড়েছে সূচকও

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে (৩ ডিসেম্বর-৭ ডিসেম্বর) টাকার অঙ্কে মোট লেনদেন বেড়েছে। বেড়েছে সব সূচকও। এদিকে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার অঙ্কে মোট লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, সদ্য বিদায়ী সপ্তাহে বা আলোচিত সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯০৭ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৩৮১ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে প্রত্যেকদিন গড়ে লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০ দশমিক ১৮ পয়েন্ট। গত সপ্তাহে পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩৯ পয়েন্ট।  আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৭ পয়েন্ট।

এদিকে ডিএসই সূত্র আরও বলছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ছিল ৬ হাজার ২২৩ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। আর শতাংশের হিসেবে সূচক বেড়েছে ০ দশমিক ৪৭ শতাংশ। ডিএস৩০ সূচক গত সপ্তাহে ছিল ২ হাজার ১০৮ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৬ পয়েন্ট। আর শতাংশের হিসেবে বেড়েছে ০ দশমিক ৩৩ শতাংশ। এবং ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে ছিল ১ হাজার ৩৫৩ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৭ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ৫৬ শতাংশ সূচক বেড়েছে। গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯১ কোটি ৭৪ লাখ টাকা। শতাংশের হিসেবে বেড়েছে ০ দশমিক ২৭ শতাংশ।            

ডিএসই সূত্রে আরো জানা গেছে, আলোচিত সপ্তাহে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দেশের প্রধান এই শেয়ারবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত ছিল ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। আর ২৬টি কোম্পানির কোনো লেনদেন হয়নি। ডিএসইতে আলোচিত সপ্তাহে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবং টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সপ্তাহে দ্বিতীয় এই শেয়ারবাজারে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। আর গত সপ্তাহে তা ছিল ৩৩ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৯২ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ২৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ২২৪ টাকা। সিএসইতে মোট ২৯৮টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। 

সিএসই প্রধান সূচক সিএএসপিআই গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে বেড়েছে ০ দশমিক ৩১ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ২১ শতাংশ, সিএসসিএক্স বেড়েছে ০ দশমিক ২১ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ১০ শতাংশ, সিএসআই বেড়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং সিএসইএসএমইএক্স বেড়েছে ১ দশমিক ০৮ শতাংশ। 

আলোচিত সপ্তাহে সিএসইতে টপটেন গেইনারের তালিকায় থাকা শীর্ষ তিন কোম্পানি হচ্ছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর টপটেন লুজারের তালিকায় থাকা শীর্ষ তিনটি কোম্পানি হচ্ছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com