দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী


টাঙ্গাইল সংবাদদাতা , : 06-12-2023

দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী

দলের কোনো কর্মীর নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী। আর যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।’ বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘নৌকা হলো আওয়ামী লীগের আর্দশের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রে সঙ্গে কোনো আপোষ করেনি। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্ত তিনি বলেননি নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে।’ 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ালীগের অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন। 

ঢাকা বিজনেস/এসএম/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]