মেঘনায় ডুব দিয়ে জুলেখা নিখোঁজ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 05-12-2023

মেঘনায় ডুব দিয়ে জুলেখা নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে জুলেখা আক্তার (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলার ধরাভাঙ্গা গ্রামের পাশে এমপি টিলা এলাকায় মেঘনা নদীতে সে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই কাউসার মাতব্বর এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ জুলেখা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে।

সোমবার (৪ ডিসেম্বর ) দুপুরে জুলেখা নানার বাড়ি উপজেলার ধরাভাঙ্গা গ্রামের পাশে এমপি টিলা এলাকায় মেঘনা নদীতে তার বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেনি জুলেখা। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে খবর পেয়ে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত শিশটির সন্ধান পাওয়া যায়নি। 

এসআই কাউসার মাতব্বর জানান, সলিমগঞ্জ নৌ-পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ঢাকা বিজনেস/আজহার/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]