নরসিংদীতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল


নরসিংদী সংবাদদাতা , : 04-12-2023

নরসিংদীতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

নরসিংদীতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন জেলার ৫ আসনের মধ্যে দুই আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। দুই আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১ জন স্বতন্ত্র ও ২ জন দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। সোমবার (০৪ ডিসেম্বর) নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থিতা বাছাই করা হয়।

জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, ‘নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ সশরীরে উপস্থিত না থাকা ও দলীয় ফরম আবেদন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।’

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সোলেমান খন্দকারের মনোনয়ন বাতিল হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও আয়কর দাখিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-এর প্রার্থী বিটু মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে আয়কর দাখিল না থাকাসহ অন্যান্য ত্রুটির কারণে।

এর আগে গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন নরসিংদী-১ আসনে একজন স্বতন্ত্র, নরসিংদী-৩ আসনে একজন স্বতন্ত্র ও গণফোরামের একজনের মনোনয়ন বাতিল হয়।

যাচাই বাছাইয়ের পর জেলার ৫টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন বাতিল হওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়াল ৩৭ জনে। এরমধ্যে নরসিংদী -১ এ ৯ জন, নরসিংদী -২ এ ৭ জন, নরসিংদী ৩ এ ৮ জন, নরসিংদী -৪ এ ৫ জন ও নরসিংদী- ৫ আসনে ৮ জন।

ঢাকা বিজনেস/মাহমুদ/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com