নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-12-2023

নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ

নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৯৩০ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১ হাজার ৫৯৫ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮ হাজার ৮১৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এটি ছিল ৮ হাজার ৭৯৩ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বাসসকে বলেন, অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ পাঠাতে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নিয়েছে সরকার। এই কারণে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]