সেঞ্চুরির পরেই ফিরলেন শান্ত


ক্রীড়া ডেস্ক , : 01-12-2023

সেঞ্চুরির পরেই ফিরলেন শান্ত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ১ রান যোগ করে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১৩ রান। ক্রিজে  মুশফিক ৫৫ ও দিপু ৪ রানে ব্যাট করছেন। বাংলাদেশের লিড ২০৬ রান।

৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম উইকেটে আসেন। তবে চতুর্থ দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দেন শান্ত। তাকে সাজঘরের পথ দেখিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

শান্তর বিদায়ে ক্রিজে আসেন শাহাদাত হোসেন দিপু। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক তুলে নিয়েছেন মুশি।

এর আগে তৃতীয় দিন ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]