এবার শ্রীলঙ্কাকেও হারালো বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া ডেস্ক , : 16-01-2023

এবার শ্রীলঙ্কাকেও হারালো বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও হারালো বাংলাদেশের মেয়েরা। 'এ' গ্রুপের ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কাকে ৯ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। তবে টস হারলেও ব্যাটিংটা দারুণ করেছিল তারা। ২ উইকেটেই গড়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। মিষ্টি সাহাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন আফিয়া প্রত্যাশা। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে ১২তম ওভারে আউট হন ৫৩ করে। এদিকে, মিষ্টি ২৪ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

এরপর শুরু হয় দিলারা আক্তার আর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং। উইকেটরক্ষক দিলারা আক্তার ২৭ বলে করেন অপরাজিত ৩৬ রান। হাফসেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। ২৮ বলে তার ৫০ রানের ইনিংসে ছিল ৩ চার আর ২ ছক্কার মার।

এদিকে, লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৫৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। মারুফা আক্তার ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। দিশা বিশ্বাস এক উইকেট পেলেও ৪ দেন ৪৪ রান। 

শ্রীলঙ্কাকে হারানোর মধ্যদিয়ে বাংলাদেশের নারীরা প্রমাণ করলেন অস্ট্রেলিয়াকে হারানো কোনো অঘটন ছিল না। 

ঢাকা বিজনেস/এম 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com