পর্যটক হয়রানির দায়ে ফটোগ্রাফারের কারাদণ্ড


কক্সবাজার প্রতিনিধি , : 30-11-2023

পর্যটক হয়রানির দায়ে ফটোগ্রাফারের কারাদণ্ড

কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দুর রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়। বুধবার (২৯ নভেম্বর) বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সমুদ্রসৈকতে আগত পর্যটকরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ ফটোগ্রাফারের হাতে হয়রানির শিকার হন। ৫০টি ছবির জায়গায় ১০০ ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করে। অনেক সময় অতিরিক্ত টাকা না দিলে পর্যটকদের নানানভাবে জিম্মি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে এক ফটোগ্রাফারকে ১ মাসের কারাদণ্ড দেওয়া করা হয়েছে। একই অভিযানে ১২টি ক্যামেরা জব্দ করা হয়।’

মাসুদ রানা আরও বলেন, ‘সৈকতের সব ফটোগ্রাফারদের সতর্ক করা হয়েছে। কোনো উপায়ে পর্যটক হয়রানি করা যাবে না। যেকোনো ধরনের পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা বিজনেস/আনাম/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com