ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল


ক্রীড়া ডেস্ক , : 22-11-2023

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

বিশ্বকাপ শেষ হতে না হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে কিউইরা। আগামী ২৮ নভেম্বর প্রথম ও ৬ ডিসেম্বরে দ্বিতীয় টেস্টে অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর)  সকালে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ সামনে রেখে সকালে সিলেটের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সিরিজের আগে আগামী ২৩ নভেম্বর দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো দুদলের।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে বাতিল করা হয় প্রস্তুতি ম্যাচের সিদ্ধান্ত। টাইগারদের টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অবর্তমানে সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মোরাদ।

নিউজিল্যান্ডের স্কোয়াড

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, নিল ওয়াগনার, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com