চার দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল-হামাস


আন্তর্জাতিক ডেস্ক , : 22-11-2023

চার দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল-হামাস

যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এ ছাড়াও, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।বুধবার(২২ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সশস্ত্র বাহিনীর হাতে জিম্মি নারী ও শিশুসহ ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল গাজায় চারদিন কোনো সামরিক অভিযান চালাবে না।

এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে উল্লেখ করে ইসরায়েলি সরকারের বার্তায় বলা হয়, প্রতি একদিনের বিরতির জন্য ১০ জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে বার্তায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল হামাসকে 'নিশ্চিহ্ন' করতে আবার অভিযান শুরু করবে বলেও বার্তায় বলা হয়েছে।

সরকারি বার্তায় ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তি বিষয়ে কিছু না বলা হলেও হামাসের বার্তায় বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে শিশু ও নারীসহ ১৫০ ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

হামাসের বার্তায় আরও বলা হয়, কাতার ও মিশরের মধ্যস্থতায় নিশ্চিত হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শিশু ও নারীসহ ৫০ জিম্মির মুক্তির পাশাপাশি শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সব এলাকায় প্রবেশের অনুমতি পাবে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com