মোরসালিনের গোলে সমতায় ফিরলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 21-11-2023

মোরসালিনের গোলে সমতায় ফিরলো বাংলাদেশ

প্রথমার্ধে একের পর এক গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ধারায় গড়াচ্ছিল খেলা। তাতে মনে হচ্ছিল গোলের দেখা আর পাবে না বাংলাদেশ। এরই মধ্যে রক্ষনভাগের ভুলে ৬৭ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। টানা দ্বিতীয় হারের শঙ্কা জাগছিল তখন লাল সবুজের সমর্থকদের মনে। কিন্তু দলে ফেরা মোরসালিনের জাদুতে সমতায়  ফিরলো বাংলাদেশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিংস অ্যারেনায় লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে লাল সবুজের সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন মোরসালিন-সোহেলরা।। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে। ফলে হারের শঙ্কায় হতাশ হয়ে পড়েছিল কিংস অ্যারেনায় উপস্থিত দর্শকরা। কিন্তু শেখ মোরসালিন দুর্দান্ত এক গোলে তাদের মুখে হাসি ফোটালেন।

ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com