প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 21-11-2023

প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে  লেবাননের বিপক্ষে প্রথমার্ধে একটি, দুটি নয় কমপক্ষে তিনটি গোলের সুযোগ মিস করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিংস অ্যারেনায় লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে লাল সবুজের সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন মোরসালিন-সোহেলরা।

র‌্যাঙ্কিং ব্যবধানে বাংলাদেশের তুলনায় ৭৯ ধাপ এগিয়ে লেবানন। তবে ঘরের মাঠে সে ব্যবধান পাত্তা না দিয়ে আধিপত্য দেখিয়েছে জামাল ভূঁইয়ারা। তবে আক্ষেপটা রয়ে গেছে সুযোগ পেয়েও গোল করতে না পারার।

বিস্তারিত আসছে...


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com