৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক


টাঙ্গাইল সংবাদদাতা , : 21-11-2023

৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন দুুপুর ২টার দিকে লাইচ্যুত ট্রেন উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় ।  টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল এই তথ্য নিশ্চিত করেন। 



এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়। পরে ম্যানুয়ালীভাবে লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়। পরে বেলা ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  দুপুর ২টার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার ৯ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]