বাংলাদেশের অন্যতম শীর্ষ ট্যুর অপারেটর আকাশবাড়ি হলিডেজে চলছে অফারের ছড়াছড়ি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম মিলকি বলেন, ‘সাধারণত যারা বিদেশে ঘুরতে চান বা দেশের ভিতরে যারা ঘুরতে চান, তাদের সব কিছু আমরা ম্যানেজ করি। এটাই আমাদের মূল কাজ।
তৌহিদুল আলম মিলকি আরও বলেন, ‘আমরা অন্য কাজও করি। যারা বিদেশে পড়তে চান, তাদের আমরা স্টুডেন্ট কন্সালটেশন করি। তাদের ফাইল প্রসেস করি। খুঁটিনাটি কাজ আমরাই প্রসেসিং করি। আমাদের প্রতিষ্ঠান কথায় কাজে এক। কোয়ালিটি ও মানের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। আমরা স্বল্প মূল্যে সারা পৃথিবীতে ট্যুর অপারেট করি। আমাদের বর্তমানে ১০০ প্যাকেজ চলমান আছে।’
আকাশবাড়ি হলিডেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরও বলেন, ‘আকাশ বাড়ি হলিডেজ ১০ ও ১১ নভেম্বর যে মেলা করছে, তাতে অভূতপূর্ব সাড়া পড়েছে। ভালো রেসপন্স ছিল ক্লায়েন্টের। প্রায় কয়েক হাজার মানুষ আমাদের এখানে এসেছিল। পুরো হল রুম ভরা ছিল। মানুষ অনেক সাড়া দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই সবাইকে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে ট্যুরিজম নিয়ে এত ট্রাভেল এজেন্সি এত প্রতিষ্ঠান থাকতে আকাশ বাড়ি হলিডেজ মানুষ বেছে নিচ্ছে আস্থার কারণে। মানুষ আকাশ বাড়িতে আসে। কারণ ১২ বছর যাবৎ আকাশবাড়ি যেই কাজটা করছে, সেটা হলো মানুষের আস্থা অর্জন করার চেষ্টা।
মিলকি আরো বলেন, ‘সেই আস্থার যায়গাটা আমাদের এখনও আছে, এমনকি এখনো হাজার হাজার লোক আমাদের কাছে আসে। পর্যটন শিল্প নিয়ে, পর্যটন নিয়ে, আকাশবাড়ি নিয়ে বাংলাদেশের পর্যটন খাতকে কিভাবে প্রসারিত করা যায়, তা নিয়ে আমরা আরও কাজ করতে চাই।'
তিনি আরও বলেন, ‘আমাদের হোটেল-রিসোর্ট'স আসছে। আমরা চেইন অব হোটেল করবো বাংলাদেশে। এমনকি আরও আরও বেশি বেশি মানুষকে আমরা বিদেশ নেোয়ার ব্যবস্থা করবো। বিদেশে যত মানুষ যাবে বাংলাদেশের মানুষকে চিনবে, বাংলাদেশকে চিনবে। বিশাল একটা ব্র্যান্ডিং হওয়ার জায়গা করবো। এরপরো আমরা চাই, মানুষ বাংলাদেশে আসুক। কারণ আমাদেরও পর্যটক আনতে হবে। রেমিট্যান্স আমাদের আনতে হবে। সেই ব্যাপারেও আমরা খুবই জোরালোভাবে কাজ করছি। আশা করছি, ভবিষ্যতে অনেক মানুষকে আমাদের দেশে আনতে পারবো।’
ঢাকা বিজনেস/এমএ/