ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট , : 16-11-2023

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন এই তথ্যটি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জসিম উদ্দিন বলেন, ‘গতকাল বিকালে স্টেশনে অজ্ঞাত ট্রেনে কাটে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠিয়েছি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]