২৪ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার


ক্রীড়া ডেস্ক , : 16-11-2023

২৪ রানে ৪ উইকেট নেই  দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে  দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ২২ রান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে আউট হন এ ওপেনার।

এর পর কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ধৈর্য হারিয়ে জশ হ্যাজেলউডকে উড়িয়ে মারতে গিয়ে প্যাট কামিন্সের তালুবন্দী হন ডি কক। ১৪ বলে ৩ রান করেন তিনি।

এরপর ক্রিজে এসে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম। কিন্তু ব্যর্থ হয়ে তারাও সাজঘরে ফিরেছেন।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com