বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ভারত। চলতি বিশ্বকাপে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। সেমির ম্যাচেও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩৯৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে সব উইকেট হরিয়ে ৩২৭ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনারই দ্রুত ফেরেন। শামির জোড়া আঘাতে সমান ১৩ রান করে আউট হন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে কিউইরা। ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিন উইলিয়ামসন।
কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ১৮১ রানের জুটিতে বিপর্যয় সামলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। তবে ম্যাচের টার্ম কার্ড শামি আবারও জোড়া আঘাত হানেন। ৬৯ রান করা উইলিয়ামসনকে ফেরানোর পর রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শামি। সেই সঙ্গে ম্যাচ থেকে ছিটকে যায় ব্ল্যাকক্যাপরা।
চাপ শামলে একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করেন মিচেল। তবে দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না।
শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের দলের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। নিউজিল্যান্ডের বিপর্যয়ের দিনে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন শামি। চলতি আসরে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার।