সিলভা ফার্মার আইপিও’র ফান্ড ব্যবহারের সময় বেড়েছে


স্টাফ রিপোর্টার , : 15-11-2023

সিলভা ফার্মার আইপিও’র ফান্ড ব্যবহারের সময় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অব্যবহৃত ফান্ড ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটি আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এই ফান্ড ব্যবহারের সময় বাড়িয়েছে। সম্প্রতি ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ফান্ড ব্যবহারের সময় বাড়নোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানিটি নতুন কারখানা নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারেনি এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারেনি। এর ফলে কোম্পানির আইপিও ফান্ড সম্পূর্ণভাবে ব্যবহার হয়নি।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com