যেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশ


ক্রীড়া ডেস্ক , : 15-11-2023

যেমন হতে পারে নিউজিল্যান্ডের  বিপক্ষে ভারতের একাদশ

চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দারুণ ছন্দে থাকা ভারত জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায়। অন্যদিকে, এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা ভারতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর কিউইরা। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রথম সেমিফাইনাল।

খেলার পরিসংখ্যানে এগিয়ে ভারত। ওয়ানডেতে দুই দল ১১৭ বার  মুখোমুখি হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের ৫০ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৯টিতে। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই ও এক ম্যাচ টাই হয়েছে। 

তবে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ১০ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় ৪টিতে, পরিত্যক্ত হয়েছে একটি। ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ভারতকে। এবার ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার সুযোগ আছে রোহিত শর্মাদের।

গ্রুপ পর্বে টানা ৯টি ম্যাচ জিতে লিগ টপার হিসেবে সেমিতে পৌঁছেছে ভারতীয় দল। তবে লিগ পর্ব ও নকআউট পর্বের খেলা সম্পূর্ণ ভিন্ন। একটি ম্যাচই বদলে যেতে পারে পূর্বের সকল অর্জন। গ্রুপ পর্বে কিউইদের হারালেও সেমিফাইনালে কাজটা সহজ হবে না রোহিত শর্মার দলের জন্য। গত বিশ্বকাপের সেমিফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে সকলের মনেই জল্পনা রয়েছে। তবে শেষ কিছু ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেননি রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিল ভারত। সেমিফাইনালেও স্বাগতিকদের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। 

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com