৪ উইকেট হারিয়ে ধুঁকছে নেদারল্যান্ডস


ক্রীড়া ডেস্ক , : 12-11-2023

৪ উইকেট হারিয়ে ধুঁকছে নেদারল্যান্ডস

বিশ্বকপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪১০ রানের বড় সংগ্রহ করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে  নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১১৯ রান। ক্রিজে সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩১ ও বাস ডি লিড ১ রানে ব্যাট করছেন।

রোববার দুপুরে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় নেদারল্যান্ডসের হয়ে উদ্বোধন করতে আসেন ওয়েসলি বারেসি ও  ম্যাক্স ও’দাউদ। ম্যাচের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি। আউট হওয়ার আগে করেন ৪ রান। এরপর ক্রিজে আসেন কলিন আকারম্যান। আকারম্যানকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন ম্যাক্স ও’দাউদ। 

তবে আশা জাগিয়েও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন আকারম্যান। ম্যাচের ১২ তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হয়েছেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৫ রান।

এর পর তিন ওভার না যেতেই সাজঘরে ফেরেন ম্যাক্স ও’দাউদ। রবীন্দ্র জাদেজার ঘূর্ণতে  কাটা পরেন তিনি । এসময় তিনি করেন ৩০ রান।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com