গিলের বিদায়ে ভাঙলো শত রানের জুটি


ক্রীড়া ডেস্ক , : 12-11-2023

গিলের বিদায়ে  ভাঙলো শত রানের জুটি

বিশ্বকাপের লিগ পর্বে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শত রানের জুটি গড়েছে ভারত। দলীয় স্কোর ১০০ হওয়ার পরই উদ্বোধনী জুটি ভাঙেন পল ফন মিকিরিন। ইতোমধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করা শুভমান গিল ফেরেন ৫১ রানে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। ক্রিজে রোহিত ৪৮ ও কোহলি ২ রানে ব্যাট করছেন।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধন করতে আসেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছেন দুই ওপেনার। পাওয়ার প্লে’তে করেন ৯১ রান। ফলে বড় সংগ্রহের পথে ভারত।

ভারত দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

নেদারল্যান্ডস দল: কলিন আকারম্যান, শারিজ আহমেদ, স্কট এডওয়ার্ডস, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, নোয়া ক্রোস, বাস ডি লিড, পল ফন মিকিরিন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com