টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে অজিদের জয়


ক্রীড়া ডেস্ক , : 11-11-2023

টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে অজিদের জয়
নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। 

অস্ট্রেলিয়ার হয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন ট্রেভিস হেড। তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ১০ রান করেন তিনি। শুরুর ধাক্কা সামলে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচ অনেকটাই নিজেদের দিকে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। ১২০ রানের জুটির পথে ওয়ার্নার ও মার্শ দুজনই পান ফিফটির দেখা। তবে ফিফটির পরই ফেরেন ওয়ার্নার। তিনি করেন ৫৩ রান।

ওয়ার্নার ফিরলেও মার্শ ছিলেন দূরন্ত। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে ক্যারিয়ার সেরা স্কোর গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৮৭ বলে চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া এ অজি অলরাউন্ডার অপরাজিত ছিলেন ১৭৭ রানে।

অন্যপ্রান্তে থাকা স্টিভ স্মিথও করেন হাফ সেঞ্চুরি। সাবেক এই অজি অধিনায়ক ৮৩ রানে অপরাজিত থেকেমাঠ ছেড়েছেন। 
ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com