ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 10-11-2023

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক খুঁটির তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাপোটিয়া বিলে এই ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নজরুলকে তার দুই বন্ধু ঘাটুরা গৌতম পাড়ার ফরহাদ হাজারী ও ওলিউর রহমান বৈদ্যুতিক লাইনের তার কাটার জন্য সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাপোটিয়া বিলে নিয়ে যান।  এরপর নজরুল খুঁটি থেকে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলের পানিতে পড়ে যান। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বিজয়নগর থানার রামপুরা বাজারের মালেহা মেডিক্যাল হলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা বিজনেস/আজহার/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com